আওয়ামী লীগের গেম থিওরিতে ডুবছে বিএনপি

লিখেছেন লিখেছেন এফ শাহজাহান ২৭ আগস্ট, ২০১৩, ১২:২৪:৪৮ দুপুর



বিএনপির “সাইকোলজি সিনক্রোনাইজিং”, “টেনডেন্সি মনিটরিং”, “মেন্টালিটি স্ক্যানিং” এবং এবিলিটি একাউন্টিং”এর মাধ্যমে “হাইপার লিংক ইন্টেলিজেন্সি ডাটাবেজ” তৈরী করেছে আওয়ামী লীগ। আগামী দুই মাস বিএনপি কী করবে,কীভাবে করবে এবং বিএনপিরি ইলেকশন স্ট্রাটেজি কী তার সবকিছুই এখন আওয়ামী লীগের হাতে।এসব ডাটাবেজ এনালাইলিস করে ‘র’ এবং মোসাদের দেয়া “গেম থিওরী” এবং রোডম্যাপ এখন আওয়ামী লীগের থিংক ট্যাংকের টেবিলে।

সেই রোডম্যাপ অনুযায়ী ড. ইউনুসই হচ্ছেন নির্বাচনকালীন সরকার প্রধান। আর এপর্যন্ত করা রোডম্যাপ ঠিক থাকলে আগামীতে আবারও ক্ষমতায় যাচ্ছে আওয়ামী লীগ।

আর কোন অঘটন কিংবা আসমানী ফায়সালা না থাকলে এর তেমন কোন হেরফের হবে না।

বিষয়টি অনেকের কাছেই ফালতু মনে হলেও এরকমই ঘটতে যাচ্ছে আগামীতে। ‌বিশ্বাস না হলে এটি রেকর্ড করে রাখুন। ভবিষ্যতে আপনার বিশ্বাসে নাড়া দিবে। মনে রাখবেন, বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ বর্ননা করতে জ্যোতিষি কিংবা বুদ্ধিজীবী হতে হয় না।

বিষয়: বিবিধ

১৮৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File